র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

7

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণিহাটি হল মোড়স্থ কেজি স্কুলের মাঠ হতে ৯৭০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি উজিরপুর গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে মো. বদর আলী ও বদিউর (৫৩)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত রবিবার রাত ১১টায় কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাণিহাটি হল মোড়স্থ কেজি স্কুলের মাঠ হতে ৯৭০ পিস ইয়াবাসহ মো. বদর আলী ও বদিউরকে গ্রেপ্তার করা হয়।