র‌্যাবের অভিযানে  ইয়াবাসহ আটক চারজন

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকা থেকে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে বালিয়াদিঘী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ এই ৪ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেনÑ শিবগঞ্জ উপজেলার সোনাপুর টিয়াকাঠি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. পলাশ (২৪), বালিয়াদিঘী কলোনিপাড়ার মৃত হযরত আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩০), বালিয়াদিঘী গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও সোনাপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে মো. একরামুল হক। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।