বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৫, ২০২৫ by

র‌্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ মো. ইউসুফ আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের মো. আব্দুল বাসিরের ছেলে।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে র‌্যাব জানায়।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এসময় র‌্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এই আড়াই কেজি হেরোইন, একটি মোটর সাইকেলসহ মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

About The Author

শেয়ার করুন