Last Updated on জুলাই ১, ২০২৪ by
রোহিতদের জন্য পুরস্কার ১২৫ কোটি রুপি!
বারবাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর পর এবার ভারত ক্রিকেট দল ভাসছে অর্থ পুরস্কারের জোয়ারে। ক্রিকেট বোর্ডের কাছ থেকে ১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন রোহিত শার্মা, ভিরাট কোহলিরা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই পুরস্কার ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ। “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। টুর্নামেন্টজুড়ে এই দলটি ব্যতিক্রমী প্রতিভা, দৃঢ়তা ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফের সবাইকে অসামান্য অর্জনের জন্য অভিনন্দন।” চ্যাম্পিয়ন হয়ে আইসিসির কাছ থেকে আগেই ২৪ লাখ ৫০ হাজার ডলার প্রাইজ মানি নিশ্চিত করেছে ভারত। এর সঙ্গে যোগ হয়েছে সুপার এইট পর্যন্ত পাওয়া ৬ জয়ের ১ লাখ ৮৬ হাজার ৯২৪ ডলার। সব মিলিয়ে প্রায় ২২ কোটি রুপি তারা আইসিসির কাছ থেকে পাবে। এবার নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে ১২৫ কোটি রুপি বোনাস মিলিয়ে প্রায় দেড়শ কোটি রুপি পাচ্ছে ভারতীয় দল। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে ১২ লাখ ৮০ হাজার ডলার অর্থ পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের প্রাইজ মানি ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার। এছাড়া সুপার এইট পর্যন্ত প্রতিটি জয়ের জন্য একেক দলের পুরস্কার ৩১ হাজার ১৫৪ ডলার করে।