মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সিঙ্গাপুর সাত টন ত্রাণ পাঠিয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিঙ্গাপুর বিমান বাহিনীর ত্রাণবোঝাই একটি বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, ত্রাণবাহী সিঙ্গাপুরের প্রথম এই বিমানে ৭ দশমিক ১৬২ টন তাঁবু, ডায়নামো লাইট, কম্বল, চিকিৎসা সরঞ্জাম, খাবার, জেরিক্যান ও সোলার পাফ আছে। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের জ্যেষ্ঠ মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি ওসমান ও দূতাবাসের কনস্যুল উইলিয়াম শিক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ও জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সকাল ৯ টা ৫৬ মিনিটে বিমানটি রানওয়েতে নামার সময় এর একটি চাকা ফেটে যায়। এতে রানওয়েতে বিমান চলাচল এবং ত্রাণ খালাসের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ, রেডক্রস ও রেডক্রিস্টেন্ট মিলিয়ে প্রায় একহাজার ৫৮১ টন ত্রাণ চট্টগ্রামে এসে পৌঁছেছে।