Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by
রেহাইচরে যৌথবাহিনীর অভিযানে হেরোইন ও অস্ত্র উদ্ধার
চাঁপাইনববাগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন ও ১টি ওয়ানশুটার গান উদ্ধার হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় সেনাবাহিনী ও র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে এই অভিযান চালায়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী ও র্যাবের যৌথ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের অন্তর্গত রেহাইচর মহল্লার মহানন্দা সেতুর পশ্চিমপাড় সংলগ্ন সড়ক ও সেতু ভবনের উত্তর পাশে মহানন্দা নদীর পাড়ে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।