শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ, বিদায়, বার্ষিক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ অক্টোবর) সকালে রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমিতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেনÑ হেফজুল উলম এফ কে কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেনÑ মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মাওলানা মো. মোফাজ্জল হক।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ চর-কাশিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সবুর, রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমির সেক্রেটারি আলহাজ মো. হুসেন আলী, পরিচালক বাসেদ আলী, প্রধান শিক্ষক মো. জাকির হুসেন।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও সাবক পাঠ করানো হয় এবং ১০ জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শনী, অভিভাবকদের নিয়ে কুইজ প্রতিয়োগিতার আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুন