রেললাইনে ঘুম, ট্রেন থামিয়ে ডেকে তুললেন চালক!
মাথায় ছাতা দিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েন এক ব্যক্তি। এমন সময় এসে পড়ে ট্রেন। কিন্তু ওই ব্যক্তির কোনো বিকার না দেখে অবশেষে ট্রেন থামিয়ে চালক নিজে এসে ওই ব্যক্তির ঘুম ভাঙান। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রান্তিক এলাকার এক রেললাইন। তাতে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। শুধু শুয়ে রয়েছেন বললে ভুল হবে, তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমের ঘোর এতটাই যে, রেললাইনে ট্রেন চলে আসার শব্দেও তার ঘুম ভাঙেনি। মাথায় ছাতা দিয়ে তিনি রেললাইনে অঘোরে ঘুমাচ্ছিলেন। ট্রেনের শব্দে ঘুম না ভাঙার জেরে, শেষমেশ ট্রেন দাঁড় করিয়ে, ট্রেন থেকে চালক নিজে নেমে এসে ব্যক্তির ঘুম ভাঙান। তারপর ব্যক্তিকে রেললাইন থেকে সরানো যায়। এই গোটা ঘটনার ভিডিও নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে। সচিন গুপ্তা নামে এক ব্যক্তি এই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেললাইনে ছাতা নিয়ে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। তা দেখে লোকো পাইলট ট্রেন থামিয়ে দেন। তারপর তাকে ঘুম থেকে তুলে ট্র্যাক থেকে সরিয়ে দিয়ে ট্রেনটি চলে যায়।