রেফারিকে ধাক্কা : নিষিদ্ধ রিবেরি

5

সহকারী রেফারিকে ধাক্কা দেওয়ায় ফিওরেন্তিনার ফ্রাঙ্ক রিবেরিকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফরাসি এই উইঙ্গারকে ২০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। সেরি আয় সোমবার ঘরের মাঠে লাৎসিওর বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচের ৭৪তম মিনিটে রিবেরিকে তুলে নেন কোচ। তবে শেষ বাঁশি বাজার পর সতীর্থের লাল কার্ড পাওয়া নিয়ে অফিসিয়ালদের কাছে প্রতিবাদ জানান সাবেক বায়ার্ন মিউনিখ ফুটবলার। একপর্যায়ে ধাক্কা মেরে বসেন সহকারী রেফারিকে। এই ঘটনায় সতীর্থ, কোচ ও রেফারির কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন ৩৬ বছর বয়সী রিবেরি।