সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৭, ২০২৪ by

রেদওয়ান রনির প্রেমে মজেছেন সাদিয়া আয়মান

নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রনির একটি পোস্টের মাধ্যমে সেটি আরও মজবুত হয়েছে। নেটিজেনদের ধারণা সেই পোস্টে সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। এদিকে প্রেমের এ গুঞ্জন নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। দু’জনের মধ্যকার সম্পর্ককে ‘স্বাভাবিক’ বলেই জানান তিনি। সাদিয়া বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’ এ সময় তিনি আরও বলেন, ‘যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে। যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে’ এ ছাড়া নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সম্পর্ককে অন্য সব সম্পর্কের মতোই ‘স্বাভাবিক’ বলে দাবি করেন এ অভিনেত্রী। এর আগে গত শুক্রবার রাতে জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন রনি। ২৩টি ছবি শেয়ার করে রনি লিখেছেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে। তিনি লিখেন, আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য। তিনি লিখেন, আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য। এরপরই রনি লেখেন, আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।

About The Author

শেয়ার করুন