Last Updated on ডিসেম্বর ৯, ২০২৪ by
রেডিও মহানন্দা পরিদর্শন রাজশাহী বেতারের প্রতিনিধি দলের
চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’ পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র কারিগরি কার্যক্রমের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সোবার দুপুরে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও’র প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ বেতার-রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন ও শামস-আল-আরেফীন, সহকারী বেতার প্রকৌশলী রেজাউল হক, এসিপি সুপারভাইজার মো. তারিকুল ইসলাম, রেডিও টেকনিশিয়ান পলাশ কুমার কুন্ড ও সাগর হোসেনসহ অন্যরা।
এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন।