সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৯, ২০২৪ by

রেডিও মহানন্দা পরিদর্শন রাজশাহী বেতারের প্রতিনিধি দলের

চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’ পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র কারিগরি কার্যক্রমের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সোবার দুপুরে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও’র প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ বেতার-রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন ও শামস-আল-আরেফীন, সহকারী বেতার প্রকৌশলী রেজাউল হক, এসিপি সুপারভাইজার মো. তারিকুল ইসলাম, রেডিও টেকনিশিয়ান পলাশ কুমার কুন্ড ও সাগর হোসেনসহ অন্যরা।
এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন।

About The Author

শেয়ার করুন