২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও রেডিও মহানন্দা পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহীর কারিগরি কার্যক্রমের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুুপুরে পরিদর্শনের আগে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে রেডিও মহানন্দার সঙ্গে মতবিনিময় সভায় মিলিয়ত হয় প্রতিনিধি দলটি।
বাংলাদেশ বেতার-রাজশাহীর প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ বেতার-রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী সুদীপ্ত শেখর নাগ ও মাসুম কবির, সহকারী বেতার প্রকৌশলী সামী হাসান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন ও শামস-আল-আরেফীন, আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ, এসিপি সুপারভাইজার তারিকুল ইসলাম ও ইকুইপমেন্ট অ্যাটেনডেন্ট আতিকুল ইসলাম।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ রেডিও মহানন্দার কর্মীবৃন্দ।
বিকেলে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন এবং প্রয়াস ফোক থিয়েয়টার ইনস্টিটিউটের পরিবেশনায় গান, নৃত্য ও গম্ভীরা উপভোগ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের সহকারী ব্যবস্থাপক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জাকির হোসেন, ইউনিট-১ এর ব্যবস্থাপক ওজিউর রহমান, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্সসহ পিএফটিআইয়ের কর্মীবৃন্দ।
পরে আমারকে অবস্থিত প্রয়াসের টার্কির প্যারেন্টস স্টক ও ভেড়ার ব্রিডিং খামার পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল ও খামার টেকনিশিয়ান আব্দুল্লাহ আল ইমাম খামারে থাকা গাড়ল, দুম্বা, হাঁস, ড্রাগন ফলের বাগান ও পুকুরে চাষ করা মুক্তা দেখান।