শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২২, ২০২৫ by

রেডিও মহানন্দা ঘুরে দেখল রাজশাহী বেতারের প্রতিনিধি দল

চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহীর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায়  রবিবার সকালে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিওর প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন— বাংলাদেশ বেতার-রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।
এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা।
পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন।
শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)’র নাট্যকর্মীদের পরিবেশনায় গান, নৃত্য ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা উপভোগ করেন প্রতিনিধি দল।
গম্ভীরার মাধ্যমে রেডিও মহানন্দার কার্যক্রম তুলা ধরা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন— পিএফটিআই’র টিম লিডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্স, ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমানসহ পিএফটিআই’র শিল্পীবৃন্দ।

About The Author

শেয়ার করুন