Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by
রেডিও মহানন্দার ৩ দিনের কর্মশালা শেষ হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। দরিদ্রতার বিরুদ্ধে ‘প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার’ শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার ১৩ জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নেন।
গত মঙ্গলবার জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
কর্মশালায় কো-ফ্যাসিলেটেটর ছিলেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম।
কর্মশালায় প্রশিক্ষণ দেন গত ২৫ থেকে ৩০ জুলাই নেপালে অনুষ্ঠিত (টিওটি) কর্মশালায় অংশ নেয়া রেডিও মহানন্দার প্রযোজক মো. নয়ন আলী।
এএমএআরসি এসিয়া প্যাসিফিক, সিএএমইসিও ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিওর কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।