Last Updated on ডিসেম্বর ২৮, ২০২৪ by
রেডিও মহানন্দার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাঁটি হাঁটি পা করে ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’। এ উপলক্ষে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার প্রধান কার্যালয়ে শনিবার (২৮ ডিসেম্বর) আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা।
রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন, সদস্য রফিক হাসান বাবলু, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান। এসময় তারা রেডিও মহানন্দার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন— দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির ও বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, চাঁপাই নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক মেহেদী হাসান, রেডিও মহানন্দার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক রহমান, শ্রোতা, শুভানুধ্যায়ী, প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন— রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জবাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৮ ডিসেম্বর রেডিও মহানন্দা তার আনুষ্ঠানিক পথচলা শুরু করে। উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে এই কমিউনিটি রেডিওটি চালু করা হয়। প্রয়াস পরিচালিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে।