দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রেডিও মহানন্দার শ্রোতারা কীভাবে সচেতন হচ্ছেন জানতে মাঠে এনামুল হক

চাঁপাইনবাবগঞ্জে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করছে রেডিও মহানন্দা। বহু আগে থেকেই পাড়ায়-মহল্লায় গঠন করা হয়েছে শ্রোতা ক্লাব। গ্রামের সাধারণ মানুষ সেইসব ক্লাবের মাধ্যমে রেডিও অনুষ্ঠান শুনে এই বিষয়ে সচেতন হয়ে উঠছে।
কীভাবে তারা সচেতন হচ্ছেন এবং তাদের বাস্তব অবস্থাই বা কী তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ও বুধবার রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র শ্রোতা ক্লাব পরিদর্শন করেছেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক।
বুধবার সকালে তিনি গোমস্তাপুর উপজেলার হোগলায় শ্রোতা ক্লাব পরিদর্শন করেন। এসময় তিনি শ্রোতা ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে এনামুল হক গোমস্তাপুর উপজেলার হোগলা, বোয়ালিয়া ও চৌডালায় প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনাও পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-৪ চৌডালার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুল ও সোনিয়া শীল, সহকারী প্রযোজক শ্যামল কুমার বাঁধন।

About The Author