Last Updated on মে ২৯, ২০২৫ by
রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সদস্য মনোয়ারা খাতুন, নাসের উদ্দিন, রফিক হাসান বাবলু, কর্নেলিউস মূর্মূ, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা, অনুষ্ঠানের মানবৃদ্ধিসহ রেডিওর আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরী চন্দ সিতুর মৃত্যুতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয়। গত ৩০ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন।