শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৬, ২০২৪ by

রেডিও মহানন্দার কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এম্পাওয়ারিং কমিউনিটি রেডিও কন্টেন্ট ক্রিয়েশন : অ্যাড্রেসিং মিস/ডিজইনফরমেশন অ্যান্ড হেট স্পিচ’ বিষয়ে এই প্রশিক্ষণ দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ঢাকা অফিস ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মশালাটির আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি প্রশিক্ষণ দেন- বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রেডিও নাফ’র নির্বাহী অফিসার সৈয়দ তারিকুল ইসলাম এবং বিসিআরএ’র কো-অর্ডিনেটর সুমিতা রবিদাস।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন- রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুলসহ রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ১২ জন কর্মী।

About The Author

শেয়ার করুন