চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২’ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি মোছা. তাছমিনা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর-উন-নাহার রুবিনা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইয়্যেদা দিল ছালিম, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই (নি.) মো. বদিউজ্জামান ও এএসআই মো. সামিউর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া, সদর উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী আহমদ মুজতবা আলী, উপদেষ্টা কমিটির সদস্য কর্ণেলিউস মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
সভায় মানবপাচার প্রতিরোধ, মাদকাসক্তের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সচেতনতা ও শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট তৈরি এবং এসব বিষয়ে নাটক ও গম্ভীরার মাধ্যমে সচেতনমূলক বার্তা সম্প্রচারের বিষয়ে আলোচনা করা হয়।