মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৪ by

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২’ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি মোছা. তাছমিনা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আক্তার, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর তাজকেরাতুন নেসা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. শহীদুল ইসলাম শহীদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহা. সালেহউদ্দীন এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধি অলিউল ইসলাম।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারী টেকনিক্যাল অফিসার শাহরিয়ার শিমুল ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা।
সভায় মানবপাচার প্রতিরোধ, মাদকাসক্তের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, নাটক ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক বার্তা সম্প্রচারের বিষয়ে আলোচনা করা হয়।

About The Author

শেয়ার করুন