শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৭, ২০২৪ by

রেডিও মহানন্দায় শুরু ৩ দিনের কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দারিদ্র্যতার বিরুদ্ধে ‘প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার’ শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার ১৩ জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।
মঙ্গলবার জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় কো-ফ্যাসিলেটেটর ছিলেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম।
কর্মশালায় প্রশিক্ষণ দেন গত ২৫ থেকে ৩০ জুলাই নেপালে অনুষ্ঠিত (টিওটি) কর্মশালায় অংশ নেয়া রেডিও মহানন্দার প্রযোজক মো. নয়ন আলী।
এএমএআরসি এসিয়া প্যাসিফিক, সিএএমইসিও ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করছে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিওর কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।

About The Author

শেয়ার করুন