রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন : মানবিক হওয়ার আহ্বান বক্তাদের

36

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনার মধ্যদিয়ে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ৯টায় জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা রেডক্রিসেন্টের সাবেক সম্পাদক হাসান মাহমুদ সান্টু।
‘মানবিক হও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবতার কল্যাণে কাজ করার সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন-প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদের কার্যক্রম ও অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। করোনার সংক্রমণ প্রতিরোধ ও করোনা রোগীদের চিকিৎসায় তারা ব্যাপক অবদা রেখেছেন। তাদের মত মানবিক কেউ হতে পারেনি। আশা করি, আগামীতে তারা আরো মানবিক হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরী কমিটির সদস্য আবু সুফিয়ান, মাহমুদুর রহমান রোমান, আব্দুর রাকিব, জেলা যুব রেডক্রিসেন্ট প্রধান সুমাইয়া ইসলামসহ বিভিন্ন স্কুলের রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ।