এতদিন সর্বাধিক বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার রেকর্ড ছিল নেপালের কামি রীতা শেরপার দখলে। এ বার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৫২ বছরের রীতা। মোট ২৬ বার বিশ্বের সর্বোচ্চ স্থানে পা রাখলেন তিনি। জানা গিয়েছে, রীতা তার ১১ সঙ্গীকে নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পৌঁছন। এর আগে ২৫ বার একই শৃঙ্গে পা রাখার অনন্য অভিজ্ঞতা ছিল তার সঙ্গে। শেরপারা মূলত পর্বতারোহীদের জন্য দড়ি বাঁধার কাজ করে থাকেন। মে মাসে এই মৌসুমের আরোহণ শুরু হয়েছে। সূত্রের খবর, এ বছর ৩১৬ জনকে এভারেস্ট চূড়ায় আরোহণের অনুমতি দিয়েছে। তার আগেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ে ফেললেন রীতা। ১৯৯৪ সালের ১৩ মে প্রথম বার এভারেস্ট আরোহণ করেন রীতা। তার পর মাউন্ট গডউইন অস্টিন (কেটু), মাউন্ট লোৎসে, মাউন্ট মানসালু এবং মাউন্ট চো ইউ চূড়া আরোহণ করেছেন তিনি। ৮ হাজার মিটার উচ্চতা বিশিষ্ট চূড়ায় আরোহণেও বিশ্বরেকর্ড রয়েছে রীতারই দখলে।