Last Updated on ডিসেম্বর ১২, ২০২৪ by
রেকর্ড ভেঙে হাজার কোটি ছাড়াল পুষ্পা টু
মাত্র ৬ দিনে সাড়া জাগানো ছবি ‘বাহুবলী টু’র ও রেকর্ড ভেঙে হাজার কোটির গ-ি পেরিয়ে গেল ‘পুষ্পা টু’। এই রেকর্ড আগে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’র দখলে ছিল। প্রভাস অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত সেই ছবিটি বক্স অফিসে ১ হাজার কোটি পার করতে সময় নিয়েছিল ১০ দিন। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ‘ট্রিপল আর’ ১০০০ কোটির গ-ি পার করে ১৬ দিনে। এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গ-ি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি‘। এই ছবি দুটিও ১৬ দিনে ১০০০ কোটির গ-ি পার করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ এবং ‘পাঠান’ যথাক্রমে ১৮ ও ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটিতে আয় ছাড়িয়েছিল। উল্লেখ্য, ‘পুষ্পা টু’ ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।