বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৩, ২০২৫ by

রূপপুর প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত রাশিয়ার

নিরাপত্তা, গুণগত মান রক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি)-র কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য রাশিয়া তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন গত রবিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে তার এ প্রতিশ্রুতির পুনরুক্তি করেন।
বৈঠক চলাকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে রাশিয়ান ফেডারেশনের স্টেট করপোরেশন ফর নিউক্লিয়ার এনার্জির (রোসাটম) মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করেন।
এসময় পররাষ্ট্র সচিব বলেন যে, এই প্রকল্পের দ্রুত সমাপ্তির ওপর বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
সেইসঙ্গে, তিনি বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে রাশিয়ার মূল্যবান অবদানের প্রশংসা করেন।
বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে পররাষ্ট্র সচিব জানান।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং আলোচনায় আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের বিষয়ে সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

About The Author

শেয়ার করুন