রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করা হয়েছে।
“আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও সকল অঙ্গ সংগঠন”র ব্যানারে মঙ্গলবার বিকাল ৫টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল আলী মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খান রিয়াদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।