রুবেলের সেঞ্চুরির অপেক্ষা বাড়লো

23

বাংলাদেশের জার্সিতে ১০০ উইকেটের মালিক হওয়ার হাতছানি ছিল পেসার রুবেল হোসেনের। আগের ম্যাচে চারটি উইকেট নিয়ে এই সম্ভাবনা জাগালেও সিরিজের শেষ ম্যাচে রুবেল পেয়েছেন ৯৮টি উইকেট। ফলে, তার উইকেটের সেঞ্চুরি করতে অপেক্ষাটা আরেকটু বাড়লো। উইকেট শিকারের দিক থেকে রুবেলের আগে আছেন চার বাংলাদেশি তারকা বোলার। এরা হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক। ৯৮টি উইকেট নিয়ে রুবেল পঞ্চম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে উইকেটের সংখ্যায় তিন অঙ্কের ফিগার স্পর্শ করতে রুবেলের দরকার ছিল তিন উইকেট। তবে, ১০ ওভারে ৭৫ রান খরচায় রুবেল নেন ১টি উইকেট। দেশসেরা পেসার মাশরাফির উইকেট সংখ্যা ২৩২। পরের স্থানেই আছেন সাকিব আল হাসান, তার শিকার ২২৬টি উইকেট। জাতীয় দলে এখন না খেললেও আবদুর রাজ্জাক তার নামের পাশে রেখেছেন ২০৭টি উইকেট। রুবেলের উপরে থাকা অন্য ক্রিকেটার হলেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। সাবেক এই স্পিনার ১২৩ ম্যাচ খেলে ১১৯টি উইকেট তুলে নিয়েছেন। ৭০ উইকেট দখল করে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ষষ্ঠ স্থানে। ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে পরের স্থানে আছেন খালেদ মাহমুদ সুজন (৬৭), শফিউল ইসলাম (৬৩), সৈয়দ রাসেল (৬১) ও তাপস বৈশ্য (৫৯)।