ম্যানচেস্টার সিটি ছেড়ে লা লিগার দল রিয়াল সোসিয়েদাদে যোগ দিয়েছেন প্লেমেকার দাভিদ সিলভা। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়টি সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে সোসিয়েদাদ। ২০১০ সালে ভালেন্সিয়া থেকে সিটিতে যোগ দেওয়া সিলভা ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগসহ জিতেছেন মোট ১৪টি শিরোপা। খেলেছেন মোট ৪৩৬টি ম্যাচ।
গত শনিবার অলিম্পিক লিওঁর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় সিটি, এটিই হয়ে রইল প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলা সিলভার শেষ ম্যাচ। গণমাধ্যমের খবর অনুযায়ী, সিলভাকে তিন বছরের জন্য দলে পেতে প্রস্তাব দিয়েছিল ইটালিয়ান সেরি আর দল লাৎসিও। তবে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দিলেন সোসিয়েদাদে। প্রিমিয়ার লিগে ৩০৯ ম্যাচে ৬০ গোল করা সিলভার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিটির ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০১৯ শিরোপা জয়ে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সিটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে; গত এক দশকে চ্যাম্পিয়ন্স লিগে ৭০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন সিলভা।