শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৭, ২০২৪ by

রিজওয়ানকে তিন ফরম্যাটেই অধিনায়ক করতে চায় পাকিস্তান

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে সব সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। কিন্তু শাহীন আফ্রিদির অধীনে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই আবার সাদা বলের অধিনায়ক হিসেবে বাবরকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার আবার তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মোহাম্মদ রিজওয়ান হতে পারেন পরবর্তী অধিনায়ক। আর সেটা শুধু সাদা বলে নয়, সব ফরম্যাটেই অধিনায়ক হিসেবে বাবরের সমালোচনা হওয়া অস্বাভাবিক নয়। ওয়ানডে বিশ্বকাপ তো বটেই, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়ে প্রথম রাউন্ড থেকে। এছাড়া সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও রান খরায় ভুগছেন বাবর। কয়েকদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। যেখানে ৪ ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩১। এরপর পাকিস্তানের জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপের কোনো দলেও অধিনায়কত্বের দায়িত্ব বাবরকে দেওয়া হয়নি।৫০ ওভারের এই টুর্নামেন্টে লায়নসের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি, উলভসের মোহাম্মদ রিজওয়ান, প্যান্থারসের শাদাব খান, ডলফিনসের সৌদ শাকিল ও স্ট্যালিয়নসের মোহাম্মদ হারিস। হারিসের অধীনে স্ট্যালিয়নসের হয়ে খেলবেন বাবর। এতেই জাতীয় দলে অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জিও নিউজ বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে জানায়, এই টুর্নামেন্টে বাবরের অধিনায়ক না থাকাই ইঙ্গিত করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি আর বেশি দিন নেই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে। আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান। এদিকে টেস্ট অধিনায়ক শান মাসুদও চাপে আছেন। টেস্টে তাঁর ব্যাটিং গড় এখনো ৩০-এর নিচে ২৮.৫৩। এ ছাড়া অধিনায়ক হিসেবে এখনও জয় মুখ দেখেননি, বরং ঘরের মাঠে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয় তার দল। এমনকি যখন অধিনায়কত্ব পান, তখনও দলে তার জায়গা নিয়েই প্রশ্ন ছিল। জিও নিউজ জানায়, মাসুদকেও অধিনায়ক থেকে সরিয়ে দিতে পারে পিসিবি। সেক্ষেত্রে তিন ফরম্যাটেই রিজওয়ান হতে পারেন পাকিস্তানের পরবর্তী অধিনায়ক।

About The Author

শেয়ার করুন