শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৪, ২০২৪ by

রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিলিম রাস্তা ও করনেশন রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলাশহরের ওয়ালটন মোড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এই সমাবেশের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন