Last Updated on এপ্রিল ৪, ২০২৪ by
রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিলিম রাস্তা ও করনেশন রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলাশহরের ওয়ালটন মোড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এই সমাবেশের আয়োজন করে।