বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২, ২০২৫ by

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল

চাঁপাইনবাবগঞ্জে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে ধারণ করে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন— সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন— সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ ও সহ-সম্পাদক ওয়ালিউর রহমান রাজু।
বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার দরকার। তাই রাষ্ট্রীয় সংস্কারে জাতীয় ঐক্য ও জনমত গঠনে বেশি বেশি গোলটেবিল বৈঠক প্রয়োজন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী ও উদ্যোক্তা ও সাবেক কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া।

About The Author

শেয়ার করুন