রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হকের দাফন সম্পন্ন

36

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তিবাগের নিজস্ব বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ বছর ধরে স্ট্রোক করে শয্যাশায়ী ছিলেন।
শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃধাপাড়া গোরস্থানে পুলিশের একটি চৌকস দল জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ মরহুমের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা।
তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের গঙ্গাধারপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং আদমজী (নারায়ণগঞ্জ) ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তিবাগে বসবাস শুরু করেন।