Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by
রাষ্ট্রপতি থাকার যোগ্যতা হারিয়েছেন সাহাবুদ্দিন : রামচন্দ্রপুহাটে বিএনপির সমাবেশে হারুনুর রশীদ
রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রামচন্দ্রপুরহাটের বকুলতলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ।
হারুনুর রশীদ তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা তিনি জাতির কাছে মিথ্যাচার করেছেন। কারণ, তিনি ৫ আগস্ট বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছেন। আবার এখন বলছেন দালিলিক কোনো প্রমাণ নেই। কাজেই রাষ্ট্রপতি হিসেবে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করিয়ে গ্রেপ্তর করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানান।
রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. রহমত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, ছাত্রদলের সাবেক নেতা মিম ফজলে আজিমসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, বিএনপি নেতা আবদুল বারেক, তাসেম আলী, ইউসুফ আলী লাবলু, জেলা যুবদলের সাবেক নেতা মজিবুর রহমান মজু, বারঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফাইজুদ্দিন ইসলাম কালু, জেলা তাঁতী দলের সদস্য সচিব মতিউর রহমান।