শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৪ by

রাশিয়ায় সিনাগগ গির্জায় বন্দুক হামলা, নিহত ১৫

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানে রোববার কয়েকটি গির্জা, একটি সিনাগগ (ইহুদিদের প্রার্থনাস্থল) ও এক পুলিশ চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ও ন্যাশনাল গার্ড কর্মকর্তা, কয়েকজন বেসামরিক নাগরিক এবং একজন অর্থোডক্স পাদ্রী রয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, দাগেস্তানের দেরবেন্ত ও মাখাচকালা শহরে চালানো এসব হামলায় আহত হন কমপক্ষে ১২ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেরবেন্তে হামলার পর আগুন ধরে যাওয়া সিনাগগ থেকে উড়ছে ধোঁয়া। এ অঞ্চলে বসবাস প্রাচীন ইহুদি সম্প্রদায়ের। দাগেস্তানের রাজধানী ও বৃহত্তম শহর মাখাচকালাতে উপাসনালয়ে হামলা হয়েছে, যেখানে পুলিশ চৌকিতেও আক্রমণ হয়। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, দাগেস্তানে ‘সন্ত্রাসী কর্মকা-ের’ বিষয়ে অপরাধবিষয়ক তদন্ত শুরু হয়েছে। চেচনিয়া সীমান্তবর্তী দাগেস্তান রাশিয়ার অন্যতম দরিদ্রতম অঞ্চল। দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির পক্ষ থেকে বলা হয়, রোববার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাচকালায় দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ ও একটি পুলিশ চেকপয়েন্টে সশস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় রুশ অর্থোডক্স গির্জার একজন পাদ্রী ও কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রুশ অর্থোডক্স গির্জার দাবি, তাদের আর্চপ্রিস্ট নিকোলাই কোতেলনিকভকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।

About The Author

শেয়ার করুন