Last Updated on জুন ২৫, ২০২৪ by
রাশিয়ায় সিনাগগ গির্জায় বন্দুক হামলা, নিহত ১৫
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানে রোববার কয়েকটি গির্জা, একটি সিনাগগ (ইহুদিদের প্রার্থনাস্থল) ও এক পুলিশ চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ও ন্যাশনাল গার্ড কর্মকর্তা, কয়েকজন বেসামরিক নাগরিক এবং একজন অর্থোডক্স পাদ্রী রয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, দাগেস্তানের দেরবেন্ত ও মাখাচকালা শহরে চালানো এসব হামলায় আহত হন কমপক্ষে ১২ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেরবেন্তে হামলার পর আগুন ধরে যাওয়া সিনাগগ থেকে উড়ছে ধোঁয়া। এ অঞ্চলে বসবাস প্রাচীন ইহুদি সম্প্রদায়ের। দাগেস্তানের রাজধানী ও বৃহত্তম শহর মাখাচকালাতে উপাসনালয়ে হামলা হয়েছে, যেখানে পুলিশ চৌকিতেও আক্রমণ হয়। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, দাগেস্তানে ‘সন্ত্রাসী কর্মকা-ের’ বিষয়ে অপরাধবিষয়ক তদন্ত শুরু হয়েছে। চেচনিয়া সীমান্তবর্তী দাগেস্তান রাশিয়ার অন্যতম দরিদ্রতম অঞ্চল। দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির পক্ষ থেকে বলা হয়, রোববার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাচকালায় দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ ও একটি পুলিশ চেকপয়েন্টে সশস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় রুশ অর্থোডক্স গির্জার একজন পাদ্রী ও কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রুশ অর্থোডক্স গির্জার দাবি, তাদের আর্চপ্রিস্ট নিকোলাই কোতেলনিকভকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।