Last Updated on জুন ২৫, ২০২৫ by
রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন গোমস্তাপুরের কবির
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরের কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কবির হোসেন রোকনপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
বুধবার রামেক হাসপাতালের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুর পূর্ব পর্যন্ত কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, গত ১৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আরেক রোগী ফেরদৌসী খাতুনের অবস্থাও ভালো নয়। তাকেও হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।