মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৮, ২০২৪ by

রামায়ণ সিনেমার রাম-সীতা লুক ফাঁস

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকের উচ্ছ্বাস যেন কিছুটা বেশিই দেখা যাচ্ছে। সিনেমাটিতে রাম-সীতার চরিত্রে থাকছেন রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের সেট থেকেই ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর-সাই এর লুক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বড় বাজেটের সিনেমা রামায়ণ নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবু সেট থেকে ফাঁস হল রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ রাম ও সীতার ছবি।

জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। রামায়ণে রণবীর ও সাই প্রথমবারের জুটি বেঁধেছেন। লুক ফাঁস হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা। জানা যায়, রামের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমায় দেখা গিয়েছিল।

About The Author

শেয়ার করুন