রামচন্দ্রপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

18

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডাসকো ফাউন্ডেশনের সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় রানীহাটি ইউনিয়ন পরিষদ এই কর্মশালার আয়োজন করে।
সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেনÑ ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি মোবিলাইজার আব্দুল ওহাব।
রানীহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, বিএমডিএ’র উপ-সহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেন, রানীহাটি ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন পরিষদ সচিব মেনুয়ার জাহান, ডাসকোর প্রতিনিধি, রানীহাটি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্য এবং সরকারি কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জসহ দেশের নদী-নালা, খাল-বিলের পানির বর্তমান অবস্থা, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়াসহ পানি সংক্রান্ত বিষয় তুলে ধরেন ডাসকো ফাউন্ডেশনের কমিউটি মোবিলাইজার মো. আব্দুল লতিফ। তিনি তার উপস্থাপনায় জানান, বরেন্দ্র অঞ্চলে প্রথম স্তরের পানি শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় স্তরের পানির ওপর আমরা নির্ভর হয়ে পড়েছি। কিন্তু ভূগর্ভের পানি পুনর্ভরণের জন্য পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। কাজেই পানির ব্যবহারের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।