চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে শনিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রয়াসের ইউনিট-১০ রানীহাটির ব্যবস্থাপক তরিকুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা তৌহিদ হোসেন। সভা পরিচালনা করেন শিক্ষা সুপারভাইজার নুরুল হক।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্রের ৪০ জন শিক্ষক মাসিক এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।