চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৯৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্বামী রমেন মিত্রের বাড়ি জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজে সোমবার দুপুরে জন্মবার্ষিকীর আয়োজন করে চাঁপাইনবাগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’।
জন্মবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, শিক্ষার্থীদের নিয়ে ইলা মিত্রের ওপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহা. রাফিউজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বহ্নিশিখার সদস্য সেফালী খাতুন, উপদেষ্টা আনোয়ার হোসেন, কলেজের শিক্ষার্থী রুমা খাতুন সেলিম হোসেন, দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলাম।
শেষে কুইজে বিজয়ীদের বই পুরস্কার দেয়া হয়।