Last Updated on মে ১০, ২০২৫ by
রাবির ভর্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের সালমান মেধা তালিকায় ৯২তম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ২য় শিফটে ৯২তম স্থান অর্জন করেছেন সালমান ফার্সি। ৪৮ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় সালমান মেধার স্বাক্ষর রেখেছেন।
সালমান ফার্সির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪ং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামে। তার বাবা মাওলানা মো. আব্দুল কাদের পেশায় একজন শিক্ষক। মা খাদিজা বেগম পেশায় গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে সালমান ৪র্থ।
সালমানের শিক্ষক ফরহাদ রেজা বলেন— ছোটবেলা থেকেই সালমান মেধার স্বাক্ষর রেখে চলেছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বালিয়াডাঙ্গা দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনা করে ৫ম ও অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এবং একই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে ২০২১ সালে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি (আলিম) পরিক্ষায় জিপিএ ৪.৮৮ পেয়ে কৃতকার্য হয়।
তার এই সফলতায় পরিবার, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকাবাসী খুশি। এই সফলতার জন্য সবার কাছে সালমান দোয়াপ্রার্থী।