মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৫, ২০২৪ by

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘শিক্ষার্থীর জ্ঞান অন্বেষায়’ হাতের সুন্দর লেখা, সাধারণ জ্ঞান ও পাঠ্যসূচির আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রানীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও পাঠাগারটির উপদেষ্টা মজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. ফিরোজ কবির, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘোড়াপাখিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারটির সাধারণ সম্পাদক সিপারুল আনাম।
পরে পাঠাগারকেন্দ্রিক নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও রানীহাটি ইউনিয়নের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন