চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে মঙ্গলবার ৭৫ জন সুবিধা বঞ্চিত, অসহায় ও নাজুক প্রবীণ ব্যক্তিকে মাসিক ৬ শ টাকা হারে ২ মাসের ১২শ টাকা করে পরিপুরক ভাতা (বয়স্কভাতা) ও ১জনকে মৃত ব্যক্তির সৎকারবাবদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র সহায়তায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় এসব ভাতা প্রদান করা হয়। এ উপলক্ষে সকালে রানীহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীণ কর্মসুচির ইউনিয়ন সভাপতি মো. আনুয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের ভাতার টাকা তুলে দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্ম্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, রানীহাটি ইউনিয়ন পরিষদের সচিব রেজাউর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদর সদর অঞ্চল-২ এর আঞ্চিক ব্যবস্থাপক কামরুল হাসান শামীম, প্রয়াসের ইউনিট-১০ (রানীহাটি) এর ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী উজ্জল হোসেনসহ সমৃদ্ধি টিমের সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৭৬ জন সুবিধাভোগী সদস। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিকসহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির অর্গানাইজার রবিউল ইসলাম।