বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৪, ২০২৫ by

রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় বিদায় ও বরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় ২০২৫ সালে অনুষ্ঠিতব্য দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
সোমবার সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো, ইকতেখারুল ইসলাম।
মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক নুরতাজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারুল ইসলাম, নাজির হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য একরামুল হক, কাজল আলি, তৌহিদুর রহমান, জাইদুল হক। এছাড়াও দেলোয়ার হোসেন, অভিভাবক আলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে রিফা খাতুন এবং বিদায়ীদের মধ্যে আব্দুল্লাহ বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন