রাণীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি মাহতাব সম্পাদক শিপারুল

21

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি বাজারে অবস্থিত রাণীহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ মাগরিব সভায় সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপারুল আনাম এবং কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসরাম রউফ আবারও নির্বাচিত হয়েছেন। প্রস্তাব ও সমর্থনের মধ্যদিয়ে তারা নির্বাচিত হন। আন্যান্য পদে পরবর্তীতে নির্বাচন করা হবে বলে জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষ কর্মকর্তা ও পাঠাগারের উপদেষ্টা মো. নাইমুল হক। গত সোমবার রাতে (নিয়ম অনুযায়ি ঈদুল আজহার দ্বিতীয় দিনে) পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৪ তম সাধারণ সভায় বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ অন্যরা। বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একরামুল হক। সাধারণ পাঠাগারের উপদেষ্টামণ্ডলির সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন।