রাণীহাটি বিগ মিনি প্রিমিয়ার ক্রিকেট লীগে হাকিম স্পোর্টসের জয়

135

gourbangla logoশিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি ফ্রেন্ডস গ্রুপ আয়োজিত রাণীহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিগ মিনি প্রিমিয়ার ক্রিকেট লীগের বুধবারের খেলায় জয় পেয়েছে হাকিম স্পোর্টস। তারা ৫৯ রানে জুনিয়র ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হাকিম স্পোর্টস ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলের পক্ষে তাহের ২৪, ফারুক ২৪ রান করে। জুনিয়র ক্রিকেট দলের বোলার আতাউল্লাহ ৪ ওভার ২৩ রান ৩ টি, সোহাগ ৩ ওভার ২৭ রানে ১টি উইকেট লাভ করে। ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জুনিয়র ক্রিকেট দল ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আতাউল্লাহ ১২, জনি ৮ রান করে। হাকিম স্পোর্টসের বোলার সাদিকুল ০৩ ওভার শূন্য রানে ৩ টি, ফারুক ৪ ওভার ২১ রানে ২টি উইকেট লাভ করে। খেলার ম্যান অব দ্য ম্যাচ সাদিকুল।