রাজশাহী বিভাগে ১৬৫ জনে ১৩ জন করোনা পজিটিভ

132

রাজশাহী বিভাগের তিন জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপরদিকে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে ১৫২ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার সংগৃহীত ১৬৫ জনের নমুনা বৃহস্পতিবার রাজশহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী জেলার ১২০ জনের মধ্যে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে জেলার ১৩ জনে ২ জন এবং জয়পুরহাট জেলার ৩২ জনের মধ্যে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে এ নিয়ে শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হলেন ৮০৬ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৮ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের।