রাজশাহী বিভাগের তিন জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপরদিকে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে ১৫২ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার সংগৃহীত ১৬৫ জনের নমুনা বৃহস্পতিবার রাজশহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী জেলার ১২০ জনের মধ্যে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে জেলার ১৩ জনে ২ জন এবং জয়পুরহাট জেলার ৩২ জনের মধ্যে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে এ নিয়ে শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হলেন ৮০৬ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৮ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের।