র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁও ইউনিয়নের মালশিরা মাদ্রাসা মোড় এলাকা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়ামন্ডল পাড়ার মো. আজিম উদ্দিনের ছেলে আয়নাল হক (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মালশিরা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ আয়নাল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইনাল একজন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।