শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৮, ২০২৫ by

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে অর্থ সহায়তা দিল জামায়াত

রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নিহত তিনজন জামায়াত কর্মীর পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
সহায়তার অর্থ তুলে দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, “আমরা ভবিষ্যতেও এই পরিবারগুলোর পাশে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী, সেক্রেটারি আব্দুর রহমান, রানীহাটি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এছাড়াও আহতদের বাড়িতে গিয়েও খোঁজখবর নেন জামায়াত নেতারা এবং সকল চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল দিবাগত রাতে জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে দুটি বাসযোগে পিরোজপুর যাওয়ার পথে রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে এক বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং জামায়াতের তিনজন নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মোবাইল ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

About The Author

শেয়ার করুন