র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ৭৩৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়ামোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ কাশিয়াডাঙ্গা উপজেলার হড়গ্রাম মুন্সিপাড়ার মো. জারজিস আলীর ছেলে মো. আবু জাফর সহিদ (৩০) ও নগরপাড়ার মো. আবু তালেবের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০)।
গত মঙ্গলবার রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের নামে এর আগেও তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে র্যাব জানায়।