রাজশাহীতে বোমা ফাটিয়ে ডাকাতি

141

Rajshahi gourbangla.com গৌড় বাংলারাজশাহীর পবা উপজেলায় বোমা ফাটিয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে পাকুড়িয়া এলাকায় হাসিবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গৃহকর্তা হাসিবুল ইসলাম জানান, ১৫/১৬ জনের ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের গহনাসহ নগদ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি এলাকায় জানানো হলে তারা দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ওসি শেখ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।